ডেস্ক রিপোর্ট: ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার লুটপাট, হত্যা, গুম ও নির্যাতনের বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ (৯ মার্চ) রবিবার সিলেটের নগরীর একটি কনভেনশন হলে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ‘সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক সাধারণ মানুষদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহিফলের আয়োজন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
ইকবাল হাসান মাহমুদ টুক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্মম নির্যাতন করেছে। স্বৈরাচার সরকার যখন বেগম খালেদা জিয়াকে বন্দী করে তখন তিনি পায়ে হেটে গেছেন। তিনি যখন স্বৈরাচারের কারখানা থেকে বের হয়েছেন তখন তিনি হুইল চেয়ারে বসে বের হয়েছেন। তারপর তিনি কখনো মনোবল হারানানি। দেশ ও মানুষের কল্যাণে এবং দলের জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি কখনো স্বৈরাচার ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার কাছে মাতা নত করেননি।
তিনি বলেন, দেশ থেকে কোন স্বৈরাচার পালালে ফিরে আসার নজির কোথাও নেই। যারা পালিয়েছে তাদের বিচার করতে হবে। আওয়ামী লীগের লুটপাট, হত্যা, গুম ও নির্যাতনের বিচার করতে হবে।
টুকু বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের সঙ্গে অন্য দলকে মেলানো যাবে না। আওয়ামী লীগের পালানোর ইতিহাস পুরাতন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল, তখন তারা কেউ নাই। আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার যে অভ্যাস তা ওই রাতেই শুরু হয়েছে। ৭১ সালে তারা পালিয়ে ভারতে চলে গেল। তখন বাংলাদেশের সাত কোটি মানুষকে রক্ষা করার কোনো লোক ছিল না, জুলাই বিপ্লবে তারা আবার পালিয়েছে, পালানোর ইতিহাস তাদের জন্য মানানসই।
আগামী নির্বাচন বিএনপির জন্য অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি বলেন, তারেক রহমান বলেছেন, আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন হবে। আমিও বলছি, সবচেয়ে কঠিন হবে। আর বাংলাদেশে মানুষ জিয়াউর রহমানের দেয়া জাতীয়তাবাদকে বিশ্বাস করে। যাকে বলে সবাইকে নিয়ে এক সঙ্গে থাকা। নির্বাচন ছাড়া দেশে শান্তি ফেরানো কঠিন। যতদ্রুত সম্ভব দেশে একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply