ডেস্ক রিপোর্ট: বগুড়ায় দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে ফাহিম হোসেন (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্র নিহত হয়েছে।
গতকাল (১০ ফেব্রুয়ারি) রাত বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাহিম বগুড়া শহরের ফয়েজুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।
পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দীন জানান, ঘটনার সংবাদ শুনে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়েছে, তবে কি কারণে কারা ফাহিমকে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানাতে পারেননি এ পুলিশপর এই কর্মকর্তা।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply