ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন (বিপর্যয়) হয়ে গেছে। এতে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আজ (৫ এপ্রিল) বুধবার দুপুর ১২টায় সার্ভার ডাউন হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিলম্ব ঘটছে বলে জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সমস্যাটির সমাধান হয়নি।
ব্যাংকের এক কর্মকর্তা নাম গণমাধ্যমকে জানায়, সার্ভার ডাউন থাকায় এতে ঢুকতে সমস্যা হচ্ছিল।
Leave a Reply