বাজারে এসেছে নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি S22, S22+ এবং Galaxy S22 Ultra ফ্ল্যাগশিপ ফোনগুলি অবশেষে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এই সিরিজের আওতায় আনা তিনটি ফোনই গত সপ্তাহে কোম্পানির তরফে আয়োজিত Unpacked event গ্লোবল চালু করা হয়েছিল। এছাড়া এই ফ্ল্যাগশিপ ফোনগুলির বিশেষ বিষয় হল এই ফোনগুলি Exynos চিপসেটের পরিবর্তে Qualcomm Snapdragon 8 Gen1 চিপসেটের সাথে আসে। Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনে S-Pen সাপোর্ট দেওয়া হয়েছে এবং পাশাপাশি এটিকে নোট রিপলেসমেন্ট বলা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই তিনটি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু ডিটেল।
Leave a Reply