দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) আজকে সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে, সেটা সফল হবে না। শেষ পর্যন্ত নির্বাচনে তারা আসবে। আমার বিশ্বাস নির্বাচনে আসবে।
তিনি বলেন, এর মধ্যে দেশের ক্ষতি করে কী লাভ! কারো কোনো লাভ নেই। নির্বাচন হবে ইনশাল্লাহ। নির্বাচনে আসবেন, নিবন্ধিত সব দলকে আমরা স্বাগত জানাবো। আমি আশা করি এ কালো মেঘ কেটে যাবে। সময় হলে শুভ বুদ্ধির উদয় হবে।
বিএনপির দলে গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কী করে প্রতিষ্ঠা করবে প্রশ্ন রেখে কাদের বলেন, এটা আমার বড় প্রশ্ন।
Leave a Reply