আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার ময়দানে অনুষ্ঠিত ইজতেমা মাট পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ (১১ জানুয়ারী) বুধবার ইজতেমা মাঠ পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আইজিপি জানান, ইজতেমার ময়দানে এবং বিমানবন্দর থেকে আসা-যাওয়ার পথে বিদেশি মুসল্লিদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। দেশীয় মুসল্লিদের জন্য ময়দান ও ময়দানের আশপাশের এলাকায় পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেলিকপ্টার, ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়ার, সিসি ক্যামেরার মাধ্যমে তাদের তৎপরতা চালাবে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে।
দ্বিধা বিভক্ত হয়ে পড়া ইজতেমার মুসল্লিরা যাতে দুই ভাগে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ করতে পারে, সে জন্য রয়েছে সরকারের নানা উদ্যোগ। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন সহ পুলিশ কর্মকর্তারাগণ উপস্থিত ছিলেন। পরে তিনি ইজতেমা ময়দান পরিদর্শন করে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের নানা ধরনের নির্দেশনা দেন।
Leave a Reply