নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে (১৯) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ধর্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(৩১ মার্চ) দুপুরে ধর্ষক জায়েদ আলী জয় (২১) এবং তার দুই সহযোগী সৈয়দপুর প্লাজার ফুড প্লেসের স্বত্বধিকারী মো. মাহিন আহমেদ (২২) ও দুবাই রেস্টুরেন্টের মালিক ওয়াহিদ ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশালপাড়া মো. গাজিউর রহমানের ছেলে জায়েদ আলী জয়। গত ২০১৮ সালে সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে জায়েদ আলী জয়ের সঙ্গে পরিচয় হয় ওই কলেজছাত্রীর। ওই কলেজছাত্রী হিন্দু ধর্মাবলম্বী। জায়েদ আলী জয় তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু ওই ছাত্রী তা প্রত্যাখান করেন। পরবর্তীতে প্রায় সময় ওই ছাত্রীকে রাস্তাঘাটে প্রেম নিবেদন করে উত্ত্যক্ত করে আসছিল জয়। বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে উত্ত্যক্ত না করার জন্য বাবা-মাসহ জয়কে অনুরোধ করা হয়। এতে জয় ওই ছাত্রীর ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ২০১৯ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জয় ওই ছাত্রীকে জরুরি কথা আছে বলে সৈয়দপুর প্লাজায় আপন রেস্টুরেন্টের ডেকে নেয়। সেখানে প্রেমের কথা বলে এবং হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত করে মিথ্যা প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে নানান প্রলোভনে ধর্ষণ করত জয়।
সর্বশেষ ওই যুবক গত ২০ মার্চ সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায় ফুড প্লেস রেস্টুরেন্ট নিয়ে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
এরপর কলেজছাত্রী তাকে বিয়ের জন্য বললে গত ২৬ মার্চ বিয়ে করবে বলে আবারও প্রতিশ্রুতি দেয় জয়। পরবর্তীতে মোবাইলে ফোনের মাধ্যমে জায়েদ আলী জয় ওই ছাত্রীকে জানিয়ে দেয়, তাকে বিয়ে করা সম্ভব নয়।
এ অবস্থায় অনেকটাই নিরুপায় হয়ে ওই ছাত্রী নিজে বাদী হয়ে গত ৩০ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে জায়েদ আলী জয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন রাতে বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে মামলার অভিযুক্ত আসামি জায়েদ আলী জয়কে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করার পরই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply