ডেস্ক রিপোর্ট: মার্চের শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন মণিপুরে ৮ মার্চ থেকে রাস্তা জনসাধারণের জন্য সচল রাখতে হবে। আর সেই নির্দেশ অমান্য করলেই কড়া অ্যাকশনের কথা বলেছিলেন অমিত শাহ।
আজ (৮ মার্চ) শনিবার সকাল থেকেই বিক্ষোভকারীরা রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন।
এদিকে, মণিপুরে ৮ মার্চ সকাল থেকেই তপ্ত পরিস্থিতি। সেখানে রাস্তা সচল করার দিনেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় কুকি বিক্ষোভকারীরা।
মণিপুরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে রাস্তা অবরোধ করেন কুকি জনগোষ্ঠীর কয়েকজন মহিলা। তাঁদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।
এরপরই বিক্ষোভরত কুকিদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। তাতে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন বলে কুকিদের দাবি, তাঁদের দাবি দাওয়াগুলি না মানা পর্যন্ত এই রাস্তা সচল হতে দেওয়া যাবে না।
এদিকে, রাস্তা সচল করার প্রথম দিনেই মণিপুর থেকে ১১৪ টি অস্ত্র উদ্ধার হয়েছে। অন্যদিকে, অম্ফল থেকে পাহাড়ের পথে বাস চলাচলের সময়ই কুকি নারীরা বিক্ষোভে পছ অবরোধ করেন। তখন থেকেই উত্তপ্ত হয় কাংপোকপি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply