ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর ও নারীসহ ১১ জন নিহত এবং আহত হয়েছেন আরও ২০ জন।
গতকাল (২০ জুন) শুক্রবার সন্ধ্যার দিকে তারাকান্দার রামচনদ্রপুর ও রাতে ফুলপুর উপজেলায়র ইন্দিরারপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে রাত ৯টার দিকে ফুলপুর উপজেলার ইন্দিরারপাড় এলাকায় বাসের ধাক্কায় মাহেন্দ্রর ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ১৫ জন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতদের মধ্য ফরিদ ও আলম নামে দুজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্য ফরিদ ও আলম নামে দুজনের পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও হালুয়াঘাটগামী একটি অ্যাম্বুলেন্সের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং সিএনচজিচালিত অটোরিকশার চালকসহ গুরুতর আহত হন আরও পাঁচজন।
তবে আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৯ জনের মৃত্যু হয়েছে, নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে, ওসি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ ফায়ারসার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।
আহত উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply