ডেস্ক রিপোর্ট: মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
নিহতরা হলেন- আজিবর সরদারের ছেলে সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)।
আজ (৮ মার্চ) শনিবার সকালে এ ঘটনা ঘটে। বালু ব্যবসার আধিপত্য নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর এলাকার ৬নং ওয়ার্ডে বালু ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় মো. শাজাহান ও মতিন মোল্লার সঙ্গে একই এলাকার সাইফুল সরদারের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে শনিবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনায় আপন দুই ভাই সাইফুল সরদার ও আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করা হয়। তাদের আরেক ভাই অলিল সরদার ও পলাশসহ (১৮) তিন জনকে গুরুতর আহত করেছে। এসময় প্রায় ৭-৮টি ঘরে আগুন দেওয়া হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা বলেন, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply