বাধাহীন এবং মুক্তভাবে সাংবাদিকদের নিউজ পোর্টাল পরিচালনা করার সুযোগ নিশ্চিত করার আহবান জানিয়েছে জাতিসংঘ।
সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বন্ধে সরকারের নেয়া পদক্ষেপ প্রসঙ্গে এ মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক।
জাতিসংঘ গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর ইতিবাচক ভূমিকা দেখতে চায় বলেও মন্তব্য করেন এই মুখপাত্র।
বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আজ (সোমবার) পার্লামেন্টে ১৯১টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান। এবিষয়টি ব্রিফ্রিংয়ে উত্থাপন করে বাংলাদেশী এক সাংবাদিক জানতে চান- ১৯১ টি নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তারা গণমাধ্যম নিষিদ্ধের এ কাজটি প্রায় সময়ই করে থাকে। দীর্ঘদিন ধরে সরকার আমার সম্পাদিত জাস্ট নিউজ বাংলাদেশে বন্ধ করে রেখেছে। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টিকে কীভাবে দেখছেন?
জবাবে মুখপাত্র ডোজারিক বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্যদেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। বাধাহীন এবং মুক্তভাবে সাংবাদিকদের নিউজ পোর্টাল পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। এনির্দেশনা বাস্তবায়নে আমরা ইতিবাচক ভূমিকা নেয়া হয়েছে এমনটা দেখতে চাই।
প্রসঙ্গত, বিভ্রান্তি ছড়ানো এবং সরকার বিরোধি প্রচারণার অভিযোগ এনে সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
Leave a Reply