কারুন নামে মুসা নবীর একজন চাচাতো ভাই ছিলো। কারুনের গলার স্বর ছিল খুবই মিষ্টি। এক সময় সে অত্যন্ত মিষ্টি সুরে তাওরাত কিতাব পাঠ করতো। কিন্তু সামেরী যেমন মুনাফিক ছিল, অনুরূপভাবে আল্লাহর শত্রু এই কারূন-ও মুনাফিক হয়ে গিয়েছিল। সে বড় সম্পদশালী ছিল বলে সম্পদের গর্বে অহংকারী হয়েছিল এবং আল্লাহকে ভুলে গিয়েছিল। তার জাতির লোকদের মধ্যে সাধারণভাবে যে পোশাক পরার নিয়ম প্রচলিত ছিল, সে তার চাইতে অর্ধ হাত নীচু করে পোশাক বানিয়েছিল, যাতে তার গর্ব ও ঐশ্বর্য প্রকাশ পায়। তার এতো বেশী ধন-সম্পদ ছিল যে তার কোষাগারের সিন্দুকের চাবিগুলো উঠাবার জন্যে শক্তিশালী লোকদের একটি দল নিযুক্ত ছিল। তার অনেকগুলো সিন্দুক ছিল এবং প্রত্যেক সিন্দুকের চাবি ছিল পৃথক পৃথক, যা ছিল অর্ধহাত করে লম্বা। যখন ঐ চাবিগুলো তার সওয়ারীর সাথে খচ্চরগুলোর উপর বোঝাই করা হতো তখন এর জন্যে কপালে ও চার পায়ে সাদা চিহ্নযুক্ত ৬০-টি খচ্চর নির্ধারিত থাকতো। এসব ব্যাপারে আল্লাহ তাআ’লাই সবচাইতে ভাল জানেন।
কারুনের জাতির সম্মানিত, সৎ ও আলেম লোকেরা যখন তার দম্ভ এবং ঔদ্ধত্য চরম সীমায় পৌঁছতে দেখলেন তখন তারা তাকে উপদেশ দিয়ে বললেন, এতো দাম্ভিকতা প্রকাশ করো না, আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ো না, অন্যথায় তুমি আল্লাহর গজবে পতিত হবে। জেনে রাখো যে, আল্লাহ দাম্ভিক লোকদেরকে পছন্দ করেন না।
উপদেশদাতাগণ তাকে আরো বলতেন, আল্লাহর দেওয়া যে নিয়ামত তোমার নিকট রয়েছে তার দ্বারা তুমি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান কর এবং আল্লাহর পথে সেখান থেকে কিছু সম্পদ খরচ কর যাতে তুমি আখিরাতের অংশ-ও লাভ করতে পার। আমরা একথা বলছি না যে, দুনিয়ায় তুমি সুখ ভোগ মোটেই করবে না। বরং আমরা বলি যে, তুমি দুনিয়াতেও ভাল খাও, ভাল পান কর, ভাল পোশাক পরিধান কর, বৈধ নিয়ামত দ্বারা উপকৃত হও এবং ভাল বিবাহ দ্বারা যৌন ক্ষুধা নিবারণ কর। কিন্তু নিজের চাহিদা পূরণ করার সাথে সাথে তুমি আল্লাহর হক ভুলে যেয়ো না। তিনি যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনি তুমি তাঁর সৃষ্ট জীবের প্রতি অনুগ্রহ করো। জেনে রাখো যে, তোমার সম্পদে দরিদ্র লোকদেরও হক রয়েছে। সুতরাং প্রত্যেক হকদারের হক তুমি আদায় করতে থাকো। আর তুমি পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। মানুষকে কষ্ট দেওয়া হতে বিরত থাকো এবং জেনে রেখো যে, যারা আল্লাহর মাখলুককে কষ্ট দেয় এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না।
আলেমদের উপদেশবাণী শুনে কারূন যে জবাব দিয়েছিল তা হচ্ছে, তোমাদের উপদেশ তোমরা রেখে দাও। আমি খুব ভালো করেই জানি যে, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তার যথাযোগ্য হকদার। আর আল্লাহ এটা জানেন বলেই আমাকে এই সব দান করেছেন।
কারুনের মতো এমন অকৃতজ্ঞ লোকদের ব্যপারে আল্লাহ তাআ’লা ক্বুরআনে বলেছেন, “আর যখন মানুষকে কোন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন সে অত্যন্ত বিনয়ের সাথে আমাকে ডাকতে থাকে। অতঃপর যখন আমি তাকে কোন নিয়ামত ও শান্তির সুযোগ দেই তখন সে বলে, এই (নেয়ামত ও শান্তি) আমি আমার জ্ঞানের দ্বারা লাভ করেছি।” সুরা যুমারঃ ৪৯।
আল্লাহ তাআ’লা আরো বলেছেন, “কষ্ট ও বিপদের পর আমি যদি তাকে আমার রহমতে (করুণার) স্বাদ গ্রহণ করাই তখন সে অবশ্যই বলে ওঠে- এটা আমার জন্যেই অর্থাৎ আমি এর হকদার ছিলাম।” সুরা হা মীম সাজদাহঃ ৫০।
যাই হোক, কারূনের উপরে উল্লেখিত উত্তরের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারাকা ওয়া তাআ’লা বলেন, কারূনের এটা ভুল কথা। আল্লাহ তাআ’লা যার প্রতি সদয় হন তাকেই তিনি সম্পদশালী করে থাকেন এই ধারণা মোটেও ঠিক নয়। ইতিপূর্বে তিনি কারূনের চাইতে শক্তিশালী ও প্রচুর ধন-সম্পদের অধিকারী লোকদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে বুঝা গেল যে, মানুষের সম্পদশালী হওয়া তার প্রতি আল্লাহর ভালবাসার নিদর্শন নয়। যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয় এবং কুফরীর উপর অটল থাকে তার পরিণাম মন্দ হয়ে থাকে। পাপীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কোন প্রয়োজন হবে না। বরং, তার আমলনামাই তার হিসাব গ্রহণের জন্যে যথেষ্ট হবে। কারূনের ধারণা ছিল যে, তার মধ্যে মঙ্গল ও সততা রয়েছে বলেই আল্লাহ তাআ’লা তার প্রতি অনুগ্রহ করেছেন। তার বিশ্বাস ছিল যে, সে ধনী হওয়ার যোগ্য। তার মতে তাকে আল্লাহ তাআ’লা ভাল না বাসলে এবং তার প্রতি সন্তুষ্ট না থাকলে তাকে এই নিয়ামত প্রদান করতেন না।
এমনি অহংকার ও ঔদ্ধত্যপূর্ণ কারূন একদিন অতি মূল্যবান পোশাক পরিহিত হয়ে, অত্যন্ত জাঁকজমক সহকারে উত্তম সওয়ারীতে আরোহণ করে, স্বীয় গোলামদের মূল্যবান পোশাক পরিয়ে তাদেরকে সামনে ও পিছনে নিয়ে দাম্ভিকতার সাথে বের হলো। তার এই জাকজমক ও শান-শওকত দেখে দুনিয়াদার লোকদের মুখ আফসোসে ভরে গেল এবং তারা বলতে লাগলো, “আহা! কারূনকে যেরূপ (ধন-সম্পদ, মান-মর্যাদা) দেওয়া হয়েছে আমাদেরকেও যদি তা দেওয়া হতো! প্রকৃতই সে মহাভাগ্যবান।
আলেমরা তাদের মুখে এই কথা শুনে তাদেরকে এই ধারণা হতে বিরত রাখতে চাইলেন এবং বুঝাতে লাগলেন, দেখো, মহান সৃষ্টিকর্তা তাঁর সৎ ও মুমিন বান্দাদের জন্যে নিজের কাছে (জান্নাতে) যা কিছু তৈরী করে রেখেছেন তা এর চাইতে বহুগুণে শ্রেষ্ঠ এবং ধৈর্যশীলগণ ছাড়া অন্য কেউ এটা লাভ করতে পারে না।
এই আয়াতের ভাবার্থ এটাও হতে পারে যে, এরূপ পবিত্র কথা ধৈর্যশীলদের মুখ দিয়েই বের হয়। যারা দুনিয়ার আকর্ষণ হতে দূরে থাকে এবং পরকালের প্রতি আকৃষ্ট হয়। এই অবস্থায় খুব সম্ভব এই কথা ঐ আলেমদের নয়, বরং তাদের প্রশংসায় এই পরবর্তী কথা আল্লাহর পক্ষ হতেই এসে থাকবে।
কারূনের এমন ঔদ্ধত্য ও বেঈমানীর বর্ণনা দেওয়ার পর এখন তার করুণ পরিণামের বর্ণনা দেওয়া হচ্ছেঃ
সালিম রাদিআল্লাহু তাআ’লা আ’নহু তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, একটি লোক তার লুঙ্গী লটকিয়ে গর্বভরে চলছিল, এমতাবস্থায় তাকে ভূ-গর্ভে ধ্বসিয়ে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত সে মাটিতে প্রোথিত হতে থাকবে।
আবু সাঈদ রাদিআল্লাহু তাআ’লা আ’নহু হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে একটি লোক দুইটি সবুজ চাদরে নিজেকে আবৃত করে দম্ভভরে চলছিল, এমতাবস্থায় আল্লাহ তাআ’লা যমীনকে নির্দেশ দিলেন, তাকে গিলে ফেল।
হাফিয মুহাম্মাদ ইবনে মুনযির রহি’মাহুল্লাহ তাঁর কিতাবুল আজায়েবে বর্ণনা করেছেন যে, নওফল ইবনে মাসাহিক রাদিআল্লাহু তাআ’লা আ’নহু বলেন, নাজরানের মসজিদে আমি এক যুবককে দেখতে পাই। আমি তার দিকে তাকিয়ে থাকি এবং তার দেহের দৈর্ঘ্য, পূর্ণতা এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাই। সে আমাকে জিজ্ঞেস করেঃ “আপনি আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি উত্তরে বলি, তোমার সৌন্দর্য ও পূর্ণতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সে তখন বলে, স্বয়ং আল্লাহ-ও আমার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তার মুখের কথা মুখেই আছে, হঠাৎ সে ছোট হতে শুরু করে এবং ছোট ও খাটো হতেই থাকে। শেষ পর্যন্ত সে কনিষ্ঠ আংগুলের সমান ছোট হয়ে যায়। তখন তার একজন আত্মীয় এসে তাকে ধরে তার জামার আস্তীনে ভরে নিয়ে চলে যায়।
এটাও বর্ণিত আছে যে, মুসা আলাইহিস সালামের বদ দুয়ার কারণেই কারূন ধ্বংস হয়েছিল। তার ধ্বংসের কারণের ব্যাপারে অনেক ইখতিলাফ বা মতভেদ রয়েছে।
কারুণের ধ্বংসের একটি কারণ এরূপ বর্ণিত আছে যে, অভিশপ্ত কারূন এক ব্যভিচারিণী নারীকে বহু ধন-সম্পদ দিয়ে এই কাজে উত্তেজিত করে যে, যখন মুসা আ’লাইহিস সালাম বনী ইসরাঈলের লোকদের সমাবেশে দাঁড়িয়ে আল্লাহ তাআ’লার কিতাব পাঠ করতে শুরু করবেন ঠিক ঐ সময়ে সে যেন জনসম্মুখে বলে, হে মুসা! তুমি আমার সাথে এরূপ এরূপ করেছো।” কারূনের এই কথামত ঐ স্ত্রীলোকটি তা-ই করে। অর্থাৎ কারূনের শিখানো কথাই বলে। তার একথা শুনে হযরত মুসা আ’লাইহিস সালাম কেঁপে উঠেন এবং তৎক্ষণাৎ দুই রাকাত নামায আদায় করে ঐ স্ত্রীলোকটির দিকে মুখ ঘুরিয়ে বলেন, আমি তোমাকে ঐ আল্লাহর কসম দিচ্ছি যিনি সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন, তোমার কওমকে ফিরাউনের অত্যাচার হতে রক্ষা করেছেন এবং আরো বহু অনুগ্রহ করেছেন, সত্য ঘটনা যা কিছু রয়েছে সবই তুমি খুলে বল।
স্ত্রীলোকটি তখন বললো, হে মুসা! আপনি যখন আমাকে আল্লাহর কসমই দিলেন তখন আমি সত্য কথাই বলছি। কারূন আমাকে বহু টাকা-পয়সা দিয়েছে এই শর্তে যে, আমি যেন বলি আপনি আমার সাথে এরূপ এরূপ কাজ করেছেন। আমি আপনাকে তা-ই বলেছি। এজন্যে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার কাছে তাওবা করছি।” তার এ কথা শুনে হযরত মুসা আ’লাইহিস সালাম পুনরায় সিজদায় পড়ে যান এবং কারূনের শাস্তি প্রার্থনা করেন। তখন আল্লাহ তাআ’লার পক্ষ হতে তাঁর নিকট ওহী আসে, আমি যমীনকে তোমার বাধ্য করে দিলাম। মুসা আলাইহিস সালাম তখন সিজদা হতে মাথা উঠিয়ে যমীনকে বলেন, তুমি কারূন ও তার প্রাসাদকে গিলে ফেল। এবং সৃষ্টি কর্তার নির্দেশ পেয়ে কারুন সহ তার সাম্রাজ্য মাটি গিলে পেলে।
কারুনের ধ্বংসের এই কারণটি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রঃ) ও একটি হাদিসে বর্ণনা করেছেন।
দ্বিতীয় কারণ এই বলা হয়েছে যে, একদা কারূনের সওয়ারী অতি জাঁকজমকের সাথে চলতে শুরু করে। সে অত্যন্ত মূল্যবান পোশাক পরিহিত হয়ে একটি অতি মূল্যবান সাদা খচ্চরের উপর আরোহণ করে চলছিল। তার সাথে তার গোলামগুলোও ছিল, যারা সবাই রেশমী পোশাক পরিহিত ছিল। এইভাবে সে চলতেছিল। আর ঐদিকে মুসা আ’লাইহিস সালাম বনী ইসরাঈলের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। যখন কারূন তার দলবলসহ ঐ জনসমাবেশের পাশ দিয়ে গমন করে তখন মুসা আ’লাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন, হে কারূন! আজ এমন শান-শওকতের সাথে গমনের কারণ কি?” সে উত্তরে বলে, ব্যাপার এই যে, আল্লাহ তোমাকে একটি ফযীলত দান করেছেন এবং আমাকেও তিনি একটি ফযীলত দান করেছেন। যদি তিনি তোমাকে নবুওয়াত দান করে থাকেন তবে আমাকে তিনি দান করেছেন ধন-দৌলত ও মান-মর্যাদা। যদি আমার মর্যাদা সম্পর্কে তুমি সন্দেহ পোষণ করে থাকো তবে আমি প্রস্তুত আছি যে, চল, আমরা দুইজন আল্লাহর নিকট প্রার্থনা করি, দেখা যাক আল্লাহ কার দুয়া কবুল করেন?
মুসা আ’লাইহিস সালাম কারূনের এই প্রস্তাবে সম্মত হয়ে যান এবং তাকে সঙ্গে নিয়ে অগ্রসর হন। অতঃপর তিনি তাকে বলেন, হে কারূন! আমি প্রথমে প্রার্থনা করবো, না তুমি প্রথমে করবে?
সে জবাবে বলে, আমিই প্রথমে দুয়া করবো।” এই কথা বলে সে দুয়া করতে শুরু করে এবং শেষও করে দেয়। কিন্তু তার দুয়া কবুল হলো না।
মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, তাহলে আমি এখন দুয়া করি? সে উত্তরে বলে, হ্যা, কর।অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেন, হে আল্লাহ! আপনি যমীনকে নির্দেশ দিন যে, আমি তাকে যে হুকুম করবো তাই যেন সে পালন করে।” আল্লাহ তাআ’লা তাঁর দুয়া কবুল করেন এবং তাঁর নিকট ওহী অবতীর্ণ করেন, হে মুসা! যমীনকে আমি তোমার হুকুম পালনের নির্দেশ দিলাম।” মুসা আ’লাইহিস সালাম তখন যমীনকে বললেন, হে যমীন! তুমি কারূন ও তার লোকদেরকে ধরে ফেল।
তাঁর এই কথা বলা মাত্রই তাদের পাগুলো যমীনে প্রোথিত হয়। তিনি আবার বলেন, আরো ধরো। তখন তাদের হাঁটু পর্যন্ত প্রোথিত হয়ে যায়। পুনরায় তিনি বলেন, আরো পাকড়াও কর। ফলে তাদের কাঁধ পর্যন্ত প্রোথিত হয়। তারপর তিনি যমীনকে বলেন, তার মাল ও তার কোষাগারও পুঁতে ফেলো। তৎক্ষণাৎ তার সমস্ত ধন-ভাণ্ডার ও সম্পদ এসে গেল। কারূন সবগুলোই স্বচক্ষে দেখে নিলো। অতঃপর তিনি যমীনকে ইঙ্গিত করলেন, এইগুলোসহ তাদেরকে তোমার ভিতরে গ্রাস করে নাও। সাথে সাথে কারূন তার দলবল, প্রাসাদ, ধন-দৌলত এবং কোষাগারসহ যমীনে প্রোথিত হয়ে গেল। এভাবে তার ধ্বংস সাধিত হলো। যমীন যেমন ছিল তেমনই হয়ে গেল।
উল্লেখ্য, পবিত্র কোরআনের সূরা আল-কাসাসের (৭৬) নাম্বার আয়াতে বর্ননা করেন, নিশ্চয়ই কারুন মূসার সম্প্রদায়ভুক্ত ছিল, কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল। আমি তাকে এতটা ধন-ভাণ্ডার দান করেছিলাম, যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। আপনিও স্মরণ করুন তখনকার কথা) যখন তার সম্প্রদায় তাকে বলেছিল- দম্ভ করো না, আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না।
Leave a Reply