স্বপ্ন ধরা দিয়েছে লিওনেল মেসির হাতে। বিশ্বকাপ জিতে অমরত্ব পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
৩৫ বছর বয়স লিওনেল মেসির। এই বয়সেও বিশ্বকাপে তরুণদের মতো পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপে ৭ গোল এবং ৩ অ্যাসিস্ট করে জিতেছেন গোল্ডেন বল। দুর্দান্ত ফর্মে থাকা মেসির সঙ্গে শিগগির আলোচনায় বসবেন পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি। আরএমসি স্পোর্টসকে তিনি বলেন, মেসিকে নিয়ে আর কী বলার আছে। বিশ্বকাপের পর তার সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে আমাদের।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। আগামী বছরের ৩০শে জুন লা প্যারিসিয়ানদের সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। শুধু কি বিশ্বকাপের ছন্দ? ফরাসি লিগ ওয়ানেও দুর্দান্ত ফর্মে রয়েছেন সাত ব্যালন ডি’অরের মালিক।
Leave a Reply