রাজধানীর মুগদা থানার পূর্ব মানিকনগর এলাকায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে মুগদা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার এসআই হাসানুজ্জামান বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সুমাইয়া মানিক নগর মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
তিনি আরও জানান, সন্ধ্যার সময় পড়ালেখা না করে মোবাইল ফোন চালাচ্ছিলো এতে পরিবারের লোকজন বকাঝকা করলে সে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
Leave a Reply