ডেস্ক রিপোর্ট: রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রবিবার বিকাল সাড়ে ৪টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস তৎক্ষনাৎ কয়েকটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। অন্যদিকে মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয়রা সহযোগিতা করছে।
Leave a Reply