ফ্রান্স কর্তৃপক্ষ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অফ রাশিয়া’র ২২ বিলিয়ন ইউরোর তহবিল জব্দ করেছে। সেই সাথে পশ্চিমা দেশগুলো যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ব্যক্তিদের অ্যাকাউন্ট এবং সম্পত্তিও জব্দ করা হয়েছে।
ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো ল্য মেয়ার রবিবার আরটিএ রেডিও স্টেশনের লাইভ সম্প্রচারে এমন তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
ফরাসি অর্থমন্ত্রী বলছিলেন, “আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২২ বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ জব্দ করেছি। আমরা বিভিন্ন ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে ১৫০ মিলিয়ন ইউরো মূল্যের তহবিলও জব্দ করেছি৷ প্রায় ৩০ জন রাশিয়ানের মালিকানাধীন “অর্ধ বিলিয়ন ইউরো” মূল্যের সম্পত্তিও ফরাসি ভূখণ্ডে জব্দ করা হয়েছে এবং ১৫০ মিলিয়ন ইউরো মূল্যের দুটি ইয়টও আটক করা হয়েছে বলে মন্ত্রী জানান।
Leave a Reply