রাশিয়ার কিছু ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অর্থায়নে কোন প্রভাব পড়বে কীনা- সেটা বাংলাদেশ সরকার যাচাই করে দেখবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা দাবি করেন, প্রকল্পটির অর্থায়নে নেতিবাচক কোন প্রভাব পড়বে না। একইসাথে কর্মকর্তারা পরিস্থিতি যাচাই করে দেখার কথা বলছেন।
তবে অর্থনীতিবিদরা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই প্রকল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন।
তারা বলেছেন, প্রকল্পটিতে ঋণ হিসাবে অর্থের বড় অংশের যোগান দিচ্ছে রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত্ব ভিবি ব্যাংক, সেই ব্যাংকের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়ায় বিদ্যুৎ প্রকল্পটির অর্থায়ন নিয়ে আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব
বাংলাদেশ একক প্রকল্প হিসাবে সবচেয়ে বড় অবকাঠামা প্রকল্প রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার কোটি টাকা।
এর ৯০ শতাংশ অর্থেরই যোগান দিচ্ছে রাশিয়া ঋণ সহায়তা হিসাবে। এখন ইউক্রেন যুদ্ধের পটভূমিতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ভিবি ব্যাংকসহ দেশটির কিছু ব্যাংক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
বাংলাদেশ সরকারের একাধিক সূত্র জানিয়েছে যে, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ঋণ সহায়তার বড় অংশ দিচ্ছে রাশিয়ার ভিবি ব্যাংক।
কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটির রাশিয়ার অর্থ যোগান দিতে কোন প্রভাব পড়বে কীনা-সেটা পর্যবেক্ষণ করা হচ্ছে।
Leave a Reply