রাশিয়া শনিবার দাবি করেছে, সন্দেহজনক ‘বিশ্বাসঘাতকতা’র কারণে ইউক্রেন তার নিজেদের এক আলোচককে গুলি করে হত্যা করেছে। মস্কো দাবি করেছে, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী (এসবিইউ) আলোচক ডেনিস কিরিভকে গ্রেফতার করার সময় হত্যা করে। দেশটির গোয়েন্দরা ধারণা করছেন, রাশিয়ার সাথে আলোচনার সময় এই লোক গোপন তথ্য পাচার করছিল।
কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানায়, এসবিইউ বিশ্বাসঘাতকার সন্দেহে ইউক্রেনের এক আলোচককে গুলি করে হত্যা করেছে। এ ব্যাপারে ইউক্রেনের সরকার কোনো তথ্য জানায়নি।
উল্লেখ্য, বেলারাশে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন প্রথম দফার আলোচনায় ডেনিস উপস্থত ছিলেন।
Leave a Reply