নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আল-আমিননগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের মধ্যে পুরুষ, নারী ও শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আজ দুপুরে এই মর্মান্তিক লঞ্চডুবির দূর্ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের শঙ্কা আরও বৃদ্ধি পাবে।
শীতলক্ষা নদীর দু’পাড়ে নিখোঁজের স্বজনরা ভিড় করছেন। নিখোঁজ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ, সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করার তথ্য পাওয়া গেলেও নিহতের সংখ্যা নিশ্চিত করে কেউ বলছেন।
Leave a Reply