উভয় হাঁটুতে অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন শোয়েব আখতার। তবে ব্যথা এখনও কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন ক্রিকেট বিশ্লেষক এবং পাকিস্তানের সাবেক এই তারকা পেসার।
শুধু ক্যারিয়ার চলাকালীনই নয়, অবসর নেওয়ার পরও চোটের সাথে লড়াই করতে হয় পেসারদের। শোয়েবও এর ব্যতিক্রম নন। দীর্ঘদিন আগে ক্রিকেটকে বিদায় জানালেও এখন পর্যন্ত পুরোনো ইনজুরি তাড়া করে বেড়ায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে। এজন্য প্রায়ই চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে।
সম্প্রতি পরিস্থিতি গুরুতর আকার ধারণ করায় অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন শোয়েব। সাবেক পেসারের হাসপাতালের বেডে শুয়ে থাকার বেশকিছু ছবি ইতোমধ্যে প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়।
Leave a Reply