গত কয়েকদিন আগে সরকারি ভাবে ভোজ্য তেলের দাম কমিয়ে দাম নির্ধারণ করার পরও নতুন দাম অনুযায়ী খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা কমিয়ে করা হয় ১৩৬ টাকা। অন্যদিকে খোলা পাম অয়েলের দাম ৩ টাকা কমিয়ে করা হয় ১৩০ টাকা। তবে, দাম কমালেও, এখনো তার প্রভাব পড়েনি খোলা বাজারে। তাই এখনো বাড়তি দামেই তেল কিনতে হচ্ছে ক্রেতাদের।
বিভিন্ন তেল ডিলাররা সংবাদ মাধ্যমকে জনায়, নতুন মূল্যের তেল এখনো বাজারে আসেনি। সরবরাহ চাহিদার থেকে কম।
বেশি দামে ক্রয়কৃত পণ্য তো আর কম দামে বিক্রি করতে পারবো না। আমরা সাশ্রয়ী মূল্যে কিনতে পারলে বিক্রিও করতে পারবো। সরকারের বেঁধে দেয়া মূল্য কার্যকর হতে এখনো প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। তিনি বলেন, কোম্পনিগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না।
অন্যদিকে বাড়তি দামে তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তে দামে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের লোকজন। আবার সামনে পবিত্র রমজানের কারনে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকেবে কিনা সেই সংশয় নিয়ে আতঙ্ককে দিন কাটাচ্ছে।
Leave a Reply