সরকারের অনুগতদের ইসিতে নিয়োগ দেয়া হয়েছে: গণঅধিকার পরিষদ - মুক্ত আকাশ
    শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
    শিরোনাম:
    চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ, ওসি প্রত্যাহার চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে: মির্জা ফখরুল লেবার পার্টি ও খেলাফত মজলিসের সঙ্গে কমিশনের বৈঠক চলছে নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এমন কোন শঙ্কা নেই আ,লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি জামায়াতের আ,লীগকে রাজনীতিতে ফেরাতে একাধিক রাজনৈতিক দল তৎপর আ,লীগ নেতাকর্মীদের মধ্যে যারা কোন অপরাধের সাথে জড়িত নয়,তাদের রাজনীতিতে বাধা নেই গাজায় ইসরায়েলি হামলার পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের হিথ্রো বিমানবন্দরের কাছে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

    সরকারের অনুগতদের ইসিতে নিয়োগ দেয়া হয়েছে: গণঅধিকার পরিষদ

    • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
    • ৫৭ Time View

    সরকারের বিশেষ সুবিধাভোগী ও অনুগতদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতারা। সোমবার বিকালে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব নুরুল হক নুর।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পছন্দসই ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠনে ভিন্ন মতের রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামত উপেক্ষা করে তড়িঘড়ি করে একটি পক্ষপাতদুষ্ট আইন করা হয়েছে। যা সর্বজন গ্রহনযোগ্য ছিলো না। আওয়ামী লীগের উপ-কমিটির আদলে সরকারি দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। সার্চ কমিটি বিভিন্ন ব্যক্তি ও দলের প্রস্তাবিত ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করলেও চূড়ান্ত ১০ জনের তালিকা প্রকাশ করেনি। যা তাদের কাজের অস্বচ্ছতা প্রকাশ করে।
    নুর বলেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়ালের নিয়োগ, পদোন্নতি নিয়ে বিতর্কসহ অসদাচারণের গুরুতর অভিযোগ রয়েছে।

    যেখানে সার্চ কমিটির বৈঠকে অংশ নেয়া বিশিষ্ট নাগরিকদের পরামর্শ ছিলো সরকারের বিশেষ সুবিধাভোগী ও সদ্য অবসরে যাওয়া কোন ব্যক্তিকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ না দেয়া, সেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ৪ জনই সরকারের বিশেষ সুবিধাভোগী। এমনকি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রয়েছে আইন না মানাসহ বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ।
    তিনি আরো বলেন, ২০১৪ ও ১৮ সালের একপেশে দুটি জাতীয় নির্বাচন সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে গণঅধিকার পরিষদ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ‘তত্ত্বাবধায়ক সরকার ‘ব্যবস্থা পুনরায় সংবিধানে অর্ন্তভুক্ত করে অবাধ,সুষ্ঠু নির্বাচনের দাবি জানায়।
    গণ অধিকার পরিষদের সদস্য সচিব আরো বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ ভূ-রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দেশে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা ও শক্তিশালী গণতন্ত্রের বিকল্প নেই। তাই অনতিবিলম্বে সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার ভিত্তিতে দেশের চলমান সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি গণঅধিকার পরিষদ উদাত্ত আহ্বান জানাচ্ছে।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া, যুগ্ম আহবায়ক রাশেদ খাঁন, সাদ্দাম হোসেন, আবু হানিফ প্রমূখচ।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
    ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই