চট্রগ্রাম ব্যুরো: দ্রব্যমূল্য উর্ধগতি, বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ সরকারের পদত্যাগের দাবীতে বিএনপি সহ সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম মহানগর খুলশী থানা বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
পদযাত্রা শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বিএনপির নেতারা বলেন, সরকার জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধী দলের আন্দোলনে ভ্রুক্ষেপ করে না। তারা ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালের জালিয়াতি ভোটের মতো অসৎ উপায় উদ্ভাবনের নেশায় বিভোর হয়ে আছে। জনগণ সরকারের এই অশুভ চিন্তা ২০২৪ সালে বাস্তবায়ন হতে দেবে না।
আজ (৪ মার্চ) শনিবার বিকালে নগরীর আমবাগান এলাকা থেকে
পদযাত্রার কর্মসূচিটি নগরীর টাইগারপাস এলাকায় এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসাবে পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির নেতারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সভা সমাবেশের মাধ্যমে জনগণের ইচ্ছা ও আকাঙ্খা তুলে ধরছি।
সরকারের মতিগতি দেখে মনে হচ্ছে না যে তারা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। তারা জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধী দলের আন্দোলনে ভ্রুক্ষেপ না করে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন এবং ২০১৮ সালের মতো জালিয়াতি ভোটে করতে অসৎ উপায়ের নেশায় বিভোর হয়ে আছে। জনগণ সরকারের এ অশুভ চিন্তা ২০২৪ সালে বাস্তবায়ন হতে দেবে না।
বক্তারা বলেন, আসন্ন রমজানের আগে এক মাসের ব্যবধানে বিদ্যুতের তিনবার মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে দুর্বিসহ দুর্ভোগ নেমে আসবে। দেশের অবস্থা দিনে দিনে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ১৫০ টাকার ব্রয়লার মুরগি ২৫০ টাকায় উঠেছে, ৯০ টাকা ডজনের ফার্মের মুরগির ডিম ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশে নীরব দূর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। গণ-হাহাকারের ধ্বনি সরকারের কানে পৌঁছাচ্ছে না। এ পরিস্থিতিতে আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরে আরো মূল্যবৃদ্ধির ব্যবস্থা করে মানুষের সাথে নিষ্ঠুর তামাশা করে যাচ্ছে।
তারা আরো বলেন, সরকার জনগণের ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন বরদাস্ত করতে পারে না, সন্ত্রাসি হামলা, মামলা করে আন্দোলনকে বাধা প্রদান করছে। সেই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করলে কিভাবে বিরোধী দলকে নির্বাচনের মাঠে নির্বিগ্নে প্রচারণা ও জনগণকে ভোট দিতে দিয়ে নিজেদের নিশ্চিত পরাজয় মেনে নেবে তা দেশ-দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস করানো যাবে না।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা, এড. সাত্তার, মহানগর বিএনপির নেতা এস,কে,খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, জাহাঙ্গীর আলম দুলাল, আব্দুল হালিম শাহআলম, সাবেক কাউন্সিলর মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনি, আব্দুল হালিম স্বপন সহ মহানগর সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply