দিন তারিখ ঠিক করে ফ্যাসিবাদ, স্বৈরাচারের পতন ঘটানো যায় না উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, নির্দিষ্ট দিন-তারিখ নয়, আজকে থেকেই আমরা অনির্দিষ্টকালের জন্য ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শুরু করলাম। আজকে থেকেই গণঅধিকার পরিষদের মাধ্যমে হাসিনার পতনের আন্দোলন শুরু হয়েছে। আপনারাও যার যার জায়গা থেকে নেমে যান। কোনো ৫, ১০ই ডিসেম্বর নয়। আজকে থেকেই আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের আন্দোলন শুরু হয়েছে।
আজ (২ ডিসেবর) শুক্রবার বিকালে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ৫ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন নুর। এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে নুরুল হক বলেন, এই সরকার বেহেস্তের কথা বলে দেশকে দোজখে পরিণত করে ফেলেছে। উন্নয়নের কথা বলে লুটপাট করে ব্যাংক, শেয়ারবাজারসহ বাংলাদেশকে ফাঁকা করে ফেলেছে।
এতদিন উন্নয়নের কথা বলে সরকার এখন দুর্ভিক্ষের কথা বলছে। আপনাদের এই সমাবেশ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি দুর্ভিক্ষের পথে যাবেন নাকি দুর্ভিক্ষের সরকারকে বিদায় করবেন।
ইতিমধ্যেই সারা দেশে সরকার পতনের যে গণজাগরণ শুরু হয়েছে তাতে সরকারের অবস্থা খারাপ হয়ে গেছে। সরকারের গদিতে কাঁপন ধরেছে। এখন শুধুমাত্র কে ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী হবে সেই আলোচনা, সিদ্ধান্তের দিকে না গিয়ে আওয়ামী দুঃশাসন থেকে বাংলার মানুষকে মুক্ত করতে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আমাদের রাজপথের লড়াকু সহযোদ্ধা, আমাদের বন্ধু। যারা আমাদের মতো ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নামছে। কাজেই আমাদের বিএনপি বা অন্য বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে পার্থক্য নাই। আমরা এক ও অভিন্ন মৌলিক দাবিতে রাজপথে এসেছি। সেক্ষেত্রে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে বিদায় নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ডাকসু’র সাবেক এই ভিপি আরও বলেন, তারা গত ১৩ বছরে মুক্তিযুদ্ধের চেতনার নামে দেশে নৈরাজ্য কায়েম করেছে।
Leave a Reply