প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন হয়েছে আজ বুধবার। উদ্বোধনী দিনে রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। দুই শতাধিক সঙ্গী যাত্রী নিয়ে মেট্রোরেলের উদ্বোধনী যাত্রার যাত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, মসজিদের ইমাম, পোশাককর্মী, রিকশাচালক, সবজি বিক্রেতা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ব্যবসায়ী আর সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকেই উত্তরার দিয়াবাড়ী এলাকায় ভিড় করেছেন সাধারণ জনগণ। তবে সাধারণ জনগণের জন্য আজ মেট্রোরেলে চড়ার সুযোগ থাকছে না। দেশের প্রথম মেট্রোরেলে চড়ে ইতিহাসের সাক্ষী হতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে আগামীকাল (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার পর্যন্ত।
মেট্রোরেলের নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, উদ্বোধনের পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ী-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ী, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।