ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আয়েশা আক্তার (২৬) নামে আরও এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, গত ৫ই মার্চ সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। তার শরীরে ৩৮ শরীরে শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহতের দুলাভাই জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে। বর্তমানে ট্যানারি মোড় এলাকায় থাকতেন। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। নিহত নারী ৬ বোনের মধ্যে সবার মধ্যে ছোট।
Leave a Reply