ডেস্ক রিপোর্ট: রাজধানীর নিউমার্কেটের সায়েন্স ল্যাবরেটরিতে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নুরুন্নবী (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ (২১ মার্চ) মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান। তিনি ঢাবির ইসলামী স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
উল্লেখ্য, গত (৫ মার্চ) রবিবার সকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আগে ৪ জনের মৃত্যু হয়, আজ মঙ্গলবার আরেকজনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
Leave a Reply