ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ইফতার মাহফিল নিয়ে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।
আজ (৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে তিনি সেখানে যাননি। হাইকোর্ট ও আপিল বিভাগের কোনো বিচারপতিও ইফতার মাহফিলে যাননি। বিকাল সাড়ে ৪টা দিকে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি (অ্যাডহক কমিটি) সমিতির ২ নম্বর হল রুমে তাদের ব্যানার টানাতে গেলে আওয়ামীপন্থী আইনজীবীরা ব্যানার কেড়ে নেন এবং ইফতার মাহফিলের স্থলে ভাঙচুর চালায়। এ সময় দুপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
একই সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা কালো পতাকা মিছিল নিয়ে হল রুমে প্রবেশ করেন। এতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে চেয়ার-টেবিল-প্লেট ফেলে ভাঙচুর করা হয়। এরপর সমিতির ১ নম্বর হল রুমে দুপক্ষের আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সেখানেও চেয়ার-টেবিল তছনছ করা হয়। পরে দুপক্ষের আইনজীবীরা সমিতি ভবনে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, বিকেল সোয়া ৫টার দিকে বিএনপি সমর্থক আইনজীবীরা সমিতি ভবনের সামনে অবস্থান নেন। তারা সেখানেই ফ্লোরে বসে ইফতার করেন। আর আওয়ামীপন্থী আইনজীবীরা দোতলায় অবস্থান নেন। তারা হল রুমে ইফতার করেন।
Leave a Reply