বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা ১১টা ৩০ মিনিটে সম্মেলন শুরু হয়।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনকে ঘিরে যুব নারীদের ঢল নেমেছে। আজ (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন যুব মহিলা লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে নেতাকর্মীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ সম্মেলনস্থল।
গত দুই দশকে বাংলাদেশ যুব মহিলা লীগের দুবার সম্মেলন হলেও হয়নি শীর্ষ নেতৃত্বের কোনো পরিবর্তন। ২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাকালে সাবেক ছাত্রলীগ নেত্রীদের নিয়ে ১০১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বর্তমান সভাপতি নাজমা আক্তার আহ্বায়ক ছিলেন। অপু উকিল ছিলেন যুগ্ম আহ্বায়ক। ২০০৪ সালে যুব মহিলা লীগের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নাজমা সভাপতি ও অপু সাধারণ সম্পাদক হন।
তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও ১৩ বছর পর সংগঠনের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৭ সালের ১১ মার্চ সম্মেলনেও নাজমা সভাপতি ও অপু সাধারণ সম্পাদক পদে পুনরায় বহাল থাকেন। দীর্ঘ ২০ বছর এ দুজনের হাতেই সংগঠনের শীর্ষ নেতৃত্ব।
Leave a Reply