1. admin@muktoakash24.com : shorif : shorif haider
স্বাধীনতা দিবসে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ - মুক্ত আকাশ
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
ডেঙ্গু ও করোনা চিকিৎসার নতুন নির্দেশনা জারি করেছে সরকার গোপালগঞ্জে কারফিউ শেষে দুর্বৃত্তদের অপতৎপরতা ঠেকাতে চলছে ১৪৪ ধারা পলাতক স্বৈরশাসক হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যের সম্পদ বিক্রির পাশাপাশি পাচারকৃত অর্থ সরিয়ে ফেলেছেন গাজায় একদিনে ৯০,টি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বিএনপির নেতাকর্মীদের হাতে এনসিপির মঞ্চ ভাঙচুর, উত্তপ্ত কক্সবাজার জাতিসংঘের মানবাধিকার মিশন স্থাপন–সংক্রান্ত বাংলাদেশের সাথে তিন বছরের সমঝোতা স্মারক সই দেশ ও গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের কাছে সুশীল সরকারের ভূমিকা চাই না: সারজিস প্রধান উপদেষ্টার দেয়া সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে

স্বাধীনতা দিবসে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক: স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেন। ২৬ মার্চ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়,  যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানাই। ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপন করার মুহুর্তে বাংলাদেশের গর্ব করার মতো অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি এবং গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে বাংলাদেশ দ্রুত আঞ্চলিক নেতায় পরিণত হচ্ছে। গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে, দুর্বল শরনার্থীদের আশ্রয় দেয়ার বিষয়ে আপনারা মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন। জলবায়ু সংকটে অভিযোজন কৌশলের উন্নয়ন করে, আপনারা পরিবেশ রক্ষা এবং জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে তার ফলস্বরূপ অর্জনগুলোর জন্য গর্বিত। অতি সম্প্রতি আমরা করোনার বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসাথে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছি। সবার জন্য উন্মুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আপনাদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক আচরণবিধি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা-যেগুলো উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য- এসব ক্ষেত্রে বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে বলেই আমার বিশ্বাস। এই সময়ের ইস্যুগুলোতে আমাদের (পারস্পরিক) সহযোগিতার কারণে আমেরিকান ও বাংলাদেশিরা একসঙ্গে শক্তিশালী। সামনের বছরে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার জন্য আমি উন্মুখ হয়ে আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই