ডেস্ক রিপোর্ট: রংপুর কোতয়ালী থানায় এক পুলিশের এক ডিসি পুলিশ কনষ্টেবলের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মামলার বাদীকে গুলি করার চেষ্টার অভিযোগ উঠেছে। পরিদর্শক পদ মর্যাদার কর্মকর্তার গায়ে হাত তোলাসহ তুলকালাম কাণ্ড ঘটে গেছে। হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগ নেত্রীকে মামলা থেকে অব্যাহতি করিয়ে দেবার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনাকে কেন্দ্র করে।
ঘটনাকে ধামাচাপা দিতে রংপুর মেট্রোপলিটান পুলিশ বৃহসপতিবার গভীর রাত পর্যন্ত নানান নাটক করেছে। শেষ পর্যন্ত কোন কারন উল্লেখ ছাড়াই রংপুর মেট্রোপলিটান পুলিশের ডিসি ক্রাইম মোঃ শিবলি কায়সারকে তড়িঘড়ি করে ওই পদ থেকে সরিয়ে ডিসি (ডিবি) পদে বদলি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত।
অপরদিকে পুলিশ কর্মকর্তার নাম বাদ দিয়ে ব্যবসায়ী অমিত বনিকের নামে চাঁদাবাজির মামলা দায়ের করে তাকে শুক্রবার দুপুরে আদালতে চালান দেয়া হয়েছে।
এদিকে মেট্রোপলিটান কোতয়ালী থানার ভেতরে তুলকলাম কান্ডের ঘটনার খবর জানাজানি হলে গনমাধ্যম কর্মীরা থানায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অবস্থান করলেও পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
যদিও শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানার ওসি আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদাবাজির মামলায় ব্যবসায়ী অমিত বনিককে গ্রেফতার করে আদালতে চালান দেবার কথা জানালেও আর কোন মন্তব্য করতে রাজি হননি।
তবে এ ব্যপারে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ক্রাইমের অতিরিক্ত দায়িত্ব পাওয়া মোঃ হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, থানায় বাদিকে মারধোর, গুলির চেষ্টার বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে এবং বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। (ওই কর্মকর্তার বক্তব্যের অডিও সংরক্ষিত আছে)।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply