হাইকোর্টে জামিন নিতে আসা অর্থপাচারকারী ব্যাবসায়ীকে পুলিশে দিলো আদালত। ব্যবসার আড়ালে ৪০৯ কোটি টাকা অর্থপাচার পাচারের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের ব্যাবসায়ী আবু আহম্মেদ ওরফে আবুকে (৪৯) শাহাবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ (৮ জানুয়ারী) রবিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন ও মো. হাবিবুর রহমান। আর দুদকের পক্ষে আইনজীবী শাহীন আহমেদ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালান এবং ৪০৯ কোটি টাকা পাচারের মামলায় জামিন নিতে আসা চট্টগ্রামের আবু আহম্মেদ ওরফে আবুকে (৪৯) শাহাবাগ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, সিআইডির ইকোনমিক ক্রাইম স্কোয়াড অর্গানাইজডের উপ-পুলিশ পরিদর্শক হারুন উর রশিদ বাদী হয়ে ২০২০ সালের ১৮ই মার্চ কোতোয়ালি থানায় আবুর বিরুদ্ধে মামলা করেন। তার কর্মচারীসহ ২০ সহযোগীর বিরুদ্ধে ৪০৯ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ মামলাটি করেন।
Leave a Reply