ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস. জয়শঙ্কর প্যারিসে বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র ইত্যাদি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
জয়শঙ্কর তিন দিনের সফরে রবিবার জার্মানি থেকে ফ্রান্সে গিয়েছেন। তিনি ইইউ ইন্দো-প্যাসিফিক ফোরামে অংশগ্রহণকারী অন্যান্য ইন্দো-প্যাসিফিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও একাধিক বৈঠক করেছেন বলে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের পর এক টুইটে জয়শঙ্কর লিখেন, “বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে ভালো বৈঠক হয়েছে। উল্লেখ্য যে, ২০২১ সাল ছিল সম্পর্কের ক্ষেত্রে দুর্দান্ত একটি বছর। ২০২২ সালে এটিকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
Leave a Reply