একটি মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে খবর এলো অস্ট্রেলিয়ান সেরা খেলোয়াড় শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে।
অস্ট্রেলিয়ান বিভিন্ন সংবাদ মাধ্যম হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
আজ শুক্রবার (৪ মার্চ) শেন ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, শেনকে তার বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিকেল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।
আজ শুক্রবার (৪ মার্চ) বাংলাদেশ সময় ভোরে জানা গিয়েছিল, রডনি মার্শ আর নেই। সে খবর পাওয়ার ২৪ ঘণ্টাও পার না হতেই ক্রিকেট অঙ্গনে মর্মান্তিক শোকের সংবাদটি এলো।
মার্শের মৃত্যুতে শোক জানিয়েছিলেন ওয়ার্ন নিজেও। তার মধ্যেই এলো এই খবর।
Leave a Reply