ডেস্ক রিপোর্ট: ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২৫ মার্চ) শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ থকে হত্যাযজ্ঞ শুরু করে। আমরা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই। তাই আমি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। ৯ মাস ধরে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল।
শেখ হাসিনা বলেন, পাকিস্তানি বাহিনী এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছিল। মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছিল, এতে ৩ কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে। ওই সময় ১ কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়।
Leave a Reply