চট্টগ্রাম ব্যুরোঃ বোয়ালখালী চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে আগামী ২৭ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ (২২ ফেব্রুয়ারী) বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।
এর আগে, এদিন সকালে নির্বাচন ভবনে কমিশন সভায় সভাপতিত্ব করেন তিনি। সভা শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকর্মীদের কাছে বিস্তারিত সময়সূচি তুলে ধরেন। নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২৭ মার্চের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৯ মার্চ বাছাই হবে মনোনয়নপত্র।
তবে ৫ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রয়েছে। আর ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে। পরে ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচন।
২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
এ নির্বাচনে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
চলতি বছর ফেব্রুয়ারীতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহম। নিয়ম অনুযায়ী, তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। মোছলেম উদ্দিন আহম মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।