চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ (৫ ডিসেম্বর) শুক্রবার খুলশী থানাধীন আমবাগান এলাকার আল আরাফাত জামে মসজিদে জুমার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, আমবাগান ইউনিট বিএনপির উদ্যোগে।
জুমার নামাজের পর আল আরাফাত জামে মসজিদের ইমাম মাওলানা আরীফুল ইসলাম উপস্থিত জুমার নামাজে আগত মুসুল্লিদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা অবনতি হওয়ায় গত কয়েকদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, এবং পরবর্তী সময়ে তিনি দেশের প্রেসিডেন্ট হওয়ার পর দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করেন, এবং বর্তমানে বিশ্বের মুসলিম সম্প্রদায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরাফাতের ময়দানে গরমের থেকে সামান্য শান্তি পেতে যে নিম গাছের নিছে বসে একটু বিশ্রাম নেয়, সেই নিম গাছ বাংলাদেশ থেকে উপহার হিসেবে সৌদি বাদশাহকে দেয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তাই উপস্থিত সকল মুসল্লি মন থেকে মহান সৃষ্টি কর্তার কাছে দোয়া করবেন খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল আলম মিয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ যোগাযোগ সম্পাদক, আবুল কালাম, ১৩,নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম টিটু, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান বাবু, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাবুদ্দিন, যুবদল নেতা গিয়াসউদ্দিন সহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply