চট্টগ্রাম: চট্টগ্রাম পাহাড়তলী থানাধীন ৩ নং রেল গেইট পেয়ার বক্স কলোনী এলাকায় অভিযান পরিচালনার সময় মোঃ জাকির হোসেন (৫০) কে অস্ত্র সহ গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ।
আজ (৭ সেপ্টেম্বর) রবিবার রাত ১১,টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে সিএমপি পুলিশ জানায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে থামার জন্য নির্দেশ দিলে উক্ত আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌঁড়ে পালানোর চেষ্টাকালে বর্নিত অফিসার ও ফোর্স তাকে ধৃত করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদ কালে সে জানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিষয়টি সত্যতা যাচাইয়ের জন্য তাৎক্ষনিক তার পিসি-পিআর নাম-ঠিকানা যাচাই করে দেখা যায় তার বিরুদ্ধে ০৮টি মাদক মামলা, ০১টি পুলিশ আক্রান্ত মামলা সহ মোট ১০টি মামলা থাকায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার নিকট ০১টি দেশীয় তৈরী দো-নলা বন্দুক রয়েছে। যা সে পাহাড়তলী থানাধীন সিগন্যাল কলোনী জাকিরের তিন তলা বিল্ডিং এর ছাদের পানির ড্রামের নিচে চেক লুঙ্গি দ্বারা মোড়ানো অবস্থায় লুকিয়ে রেখেছে।
তার স্বীকারোক্তি মতে অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে বর্ণিত অফিসার ও ফোর্স এবং উক্ত আসামীকেসহ একই তারিখ ২১:০৫ ঘটিকার সময় বর্নিত স্থান হতে উক্ত আসামীর দেখানো এবং নিজ হাতে বাহির করিয়ে দেওয়া মতে একটি চেক লুঙ্গি দ্বারা মোড়ানো অবস্থায় (i) ০১টি দেশীয় তৈরী দো-নলা বন্দুক(এলজি) যাহার দৈর্ঘ্য আড়াআড়ি ভাবে ১৭ ইঞ্চি, যাহার কাঠের বাটের দৈর্ঘ্য ০৫ ইঞ্চি, লোহার ব্যারেলের দৈর্ঘ্য ১২ ইঞ্চি উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় বর্নিত আসামীর বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং-০৮, তারিখ-০৭/০৬/
২০২৫ ইং, ধারা- The Arms Act-1878 এর 19A রুজু করা হয়েছে। উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply