চট্টগ্রাম ব্যুরো: দফায় দফায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। এ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার এবং পাঁচ জন বহিরাগতকে আটক করা হয়।
গতকাল (২২ সেপ্টেম্বর) শুক্রবার রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও শাহ আমানত হলে এই অভিযান চালানো হয়। এসময় প্রক্টরিয়াল বডি, হল প্রশাসন, স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা পুলিশের সহযোগিতায় দুটি হলে তল্লাশি চালিয়েছি। এ সময় হলের কক্ষ থেকে কয়েকটি হকি স্টিক, রামদা, লোহার রড, পাইপ, লাঠিসোঁঠা ও পাথর উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ পাঁচ জন বহিরাগতকে আটক করেছে।
তিনি আরও বলেন, আটকদের থানায় নেয়া হয়েছে। আমরা এখনও তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার দফায় দফায় সংঘর্ষ হয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের কর্মীদের মধ্যে। দুই দফা সংঘর্ষে প্রায় ১০ জনের মতো আহত হন। কথা-কাটাকাটিকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply