চট্টগ্রাম: এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল
গতকাল (৩০ আগষ্ট) শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২৩ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মোট আহত শিক্ষার্থী একশর বেশি হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগে এ পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি ওই ভবনে প্রবেশের চেষ্টা করেন। একপর্যায়ে ভবনের দারোয়ান তাকে মারধর করেন। এ সময় ২ নম্বর গেটে থাকা শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। এসময় স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল মারা শুরু করেন। তখন সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার গণমাধ্যমকে বলেন, ‘সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এটা দুঃখজনক। সেনাবাহিনী, পুলিশের সঙ্গে কথা বলছি।
যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply