ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম।
আজ (১১ জানুয়ারি) রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করছেন।
কমিশনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ আপিল ক্রমিক নম্বর ৭১ থেকে ১৪০ পর্যন্ত মোট ৭০টি আবেদনের ওপর শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা করা হবে। প্রার্থীরা তাঁদের প্রার্থিতা ফিরে পেতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে এই আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার শুনানির প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম দিনের কার্যক্রমে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি আবেদন মঞ্জুর করেছে কমিশন, যার ফলে ৫১ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং নির্বাচনি দৌড়ে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, ১৫টি আপিল আবেদন আইনগত ও তথ্যগত অসংগতির কারণে না মঞ্জুর করা হয়েছে এবং তিনটি আবেদনের শুনানি আপাতত মুলতবি রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রথম দিনের শুনানিতে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বৈধ ঘোষিত একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করে কমিশন তাঁর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply