ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হল ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের মধ্যবর্তী রাস্তার পাশে একটি গাছ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
আজ (৬ মে) সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবক বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হলের স্টাফ নজরুল ইসলামের মেজো ছেলে জিসান আহমেদের (২৪)।
মৃত জিসানের বড় ভাই ওয়ালিউল্লাহ বলেন, ‘গতকাল সন্ধ্যায় ঝড়ের আগে তিনি বাড়ি থেকে বের হন। ঝড় থামলে বাড়িতে ফিরলে মা তাকে কোথায় ছিল জিজ্ঞেস করে? গরুকে পানি খাওয়ানো হয়নি বলে তাকে মা বকাঝকা করে। পরে তিনি আবার রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান।’
জিসান পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। তার পৈত্রিক নিবাস শেরপুর জেলায়। বাড়িতে তিনি একটি গরুর খামার দেখাশুনা করতেন।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আসলাম বলেন, আমরা জানতে পেরে সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করি। কোনও অভিযোগ না থাকায় পরিবার মরদেহ ময়নাতদন্ত করতে দেয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply