ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল শুক্রবার রাত ১০টায় ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম।
আজ (১২ সেপ্টেম্বর) শুক্রবার নির্বাচন কমিশন সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনের ফলাফল রাত ১০টায় ঘোষণা করা হবে রাত ১০,টায়, ইতিমধ্যে ১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে।
এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
এই চারটি প্যানেল হলো সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ হয়। ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৯ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply