ডেস্ক রিপোর্ট: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে ঐকমত্য কমিশন।
আজ (১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।
অনুষ্ঠেয় এই আলোচনায় ৩০টি রাজনৈতিক দল-জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের দেয়া মতামত নিয়ে আলোচনা হবে। বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর দেয়া প্রস্তাব ও আপত্তি নিয়েও আলোচনা হবে। এছাড়া, সনদের চূড়ান্ত রূপ নির্ধারণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে আইনি, সাংবিধানিক ও রাজনৈতিক দিক নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এদিকে, সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কে বিশেষজ্ঞদের দেওয়া মতামত পুনরায় পর্যালোচনায় গতকাল বুধবার বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সংসদ ভবনে কমিশন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের দেয়া মতামত ও পরামর্শসমূহ আবারও পর্যালোচনা করা হয়। একইসঙ্গে এবিষয়ে দলগুলোর দেয়া মতামতও পুনরায় পর্যালোচনা করে কমিশন।
বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply