ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে রীতিমত উড়ছে রোহিত শর্মার ভারত। ওয়ানডে ফরম্যাটে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পথে দারুণ ভাবে এগিয়ে যাচ্ছে ম্যান ইন ব্লুজরা।
আজ (১১ অক্টোবর) বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে আফগানরা।
আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী সর্বোচ্চ ৮০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরিতে আফগানদের ২৭৩ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় ভারত। ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
আফগানদের মাঝারি মানের টার্গেটে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ০ রানে আউট হওয়া রোহিত সব রাগ যেনো আফগান বোলারদের ওপর ঝেড়েছেন। দলীয় অষ্টম ওভারেই আফগান পেসার নাভিন উল হককে চার মেরে অর্ধ-শতক তুলে নেন রোহিত।
এরপরের বলেই ছয় মেরে রেকর্ড গড়েন রোহিত। বনে যান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ হাঁকানো ব্যাটার। ক্রিস গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙ্গে দিয়ে এই রেকর্ডের বর্তমান মালিক রোহিত। অর্ধশতক তুলে নেয়ার পর রোহিত আরো বিধ্বংসী হয়ে উঠেন।
একের পর এক বিশাল বিশাল শটে আফগান বোলারদের ঘাম জড়িয়ে দিয়েছেন। ১৮তম ওভারে রোহিত তুলে নেন তার ক্যারিয়ারের ৩১ ওয়ানডে শতক। অজি কিংবদন্তী রিকি পন্টিংকে পেছনে ওয়ানডে ফরম্যাটে তৃতীয় শতকধারী এখন রোহিত।
তবে, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ডটি রোহিতের। আফগানিস্তানের বিপক্ষে হাঁকানো শতকটি রোহিতের বিশ্বকাপে সপ্তম শতক। এ শতকে হাঁকিয়ে স্বদেশী শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন রোহিত। ২৬তম ওভারে রশিদ খানের ঘূর্ণিতে পরাস্থ হওয়ার আগে রোহিত খেলে যান ১৬ চার ও ৫ ছয়ে ৮৪ বলে ১৩১ রানের টর্নেডো ইনিংস। রোহিত যখন আউট হন তখন ভারতের জয়ের জন্য দরকার মাত্র ৬৭ রান। বাকি কাজ সেরে ফেলেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ বলে ৫৫ রানে আর আয়ার খেলেন ২৩ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস। ফলে, ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত হয় ভারতের। আফগানদের হয়ে ভারতের দুইটি উইকেটই শিকার করেন রশিদ খান।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply