আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি) নামের একটি রাজনৈতিক দলের র্যালি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৩০ জনের বেশি রাজনৈতিক কর্মী।
গত মঙ্গলবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ওইদিন বেলুচিস্তান প্রদেশের কোয়েটা স্টেডিয়ামের পার্কিং এরিয়ায় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, যদি মূল স্থানে বোমা বহনকারী প্রবেশ করতে সক্ষম হতেন তাহলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারতো। র্যালিটিতে কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, প্রদেশটির সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে- ওই হামলায় ১৫ জনই নিহত হয়েছেন। এ ঘটনায় ইসলামিক স্টেট নামের সশস্ত্র বাহিনীগুলোকে দায়ী করা হয়েছে। আফগানিস্তান ও ইরানের সীমান্ত ঘেঁষা পাকিস্তানের একটি প্রদেশ বেলুচিস্তান। যেটি দেশটির সবচেয়ে দরিদ্র প্রদেশের মধ্যে এটি অন্যতম। সীমান্তে সক্রিয় ইসলামিক স্টেট গ্রুপগুলো প্রায়শই স্থানীয়দের লক্ষ্য করে হামলা চালায়। এর সঙ্গে অন্যান্য কিছু চরমপন্থী গোষ্ঠিও জড়িত রয়েছে।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বাখত মুহাম্মদ কাকর বলেন, কঠিন নিরাপত্তা বেষ্টনি ভেদ করে বোমাবহনকারী মূল ভেন্যুতে পৌঁছতে পারেনি। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেত। সরকারি কর্মকর্তা হামজা শাফাকাত সাংবাদিকদের বলেন, র্যালির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সেখানে ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। ২০২১ সালে নিহত বেলুচিস্তানের সাবেক প্রধান মন্ত্রীর স্মরণ সভা উপলক্ষ্যে ওই র্যালির আয়োজন করে বিএনপি।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply