২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার (ইসি) গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে এ লক্ষ্যে গঠিত সার্চ কমিটি। এর মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি এবং অন্য ৪ জন নির্বাচন কমিশনার বা ইসি নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। সার্চ কমিটি চূড়ান্ত ১০ জনের নামের তালিকা সিলগালা করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্চ কমিটির সদস্যরা আগামী বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক শেষে বিষয়টি নিয়ে ব্রিফিং করবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সার্চ কমিটি তাদের সবশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে। এদিন বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বৈঠকে বসেন সার্চ কমিটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বৈঠক শেষে সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবাদুল হাসান সাংবাদিকদের জানান, কমিটি ১২/১৩ জনের নাম চূড়ান্ত করেছে। আমরা আগামী মঙ্গলবার, আজ, বৈঠকে বসব এবং সেখানে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে। তবে তালিকায় থাকা ব্যক্তিদের নাম প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি নতুন ইসি গঠনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সার্চ কমিটি গঠন করা হয়। এরপর কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দল এবং দেশের বিশিষ্ট নাগরিকদের প্রতি ইসি গঠনে নামের তালিকা দেওয়ার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়। যদিও বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জোটের বেশ কিছু দল এই তালিকায় নাম পাঠায়নি।
৩২২ জনের প্রাপ্ত তালিকা নিয়ে গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি মোট ৪ দফা বৈঠক করে সার্চ কমিটি। এসব বৈঠকে মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিক অংশ নেন। নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন এসব বিশিষ্টজন।
Leave a Reply