ডেস্ক রিপোর্ট: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় তৃতীয় দফা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।
আজ (১৪ সেপ্টেম্বর) রবিবার সকালে দুটি প্রধান সড়কে সাতটি ও রেলপথের তিনটি স্থানে অবরোধ সৃষ্টি করেন বিক্ষুব্ধরা।
এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ ন্যূনতম চলাচলেও সমস্যায় পড়েছেন।
সকাল ৬টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদি রেল ক্রসিংয়ে নকশীকাঁথা ট্রেন আটকে যায়। একাধিক যাত্রীর অভিযোগ, ট্রেনটি থামানোর পর তাদের জোর করে নামানো হয়।
মাদারীপুর থেকে রংপুর যাওয়ার পথে যাত্রী আরিফ হোসেন জানান, “ট্রেন থামিয়ে নামিয়ে দেওয়ার পর সাত কিলোমিটার হেঁটে যেতে হয়েছে। কোনো যানবাহন নেই। মানুষের জন্য এটি খুবই ভোগান্তিকর।
ফরিদপুরের সালথার রসুলপুরের মো. বাচ্চু শেখ (৫৩) বলেন, “ঢাকায় মেয়ের বাসায় যাচ্ছিলাম। ট্রেন থামিয়ে নামানোর পর হাতে ব্যাগ ও মাথায় পেঁয়াজের বস্তা নিয়ে হেঁটেছি। খুব কষ্ট হচ্ছে।”
ভাঙ্গা রেলস্টেশন কর্মকর্তা সাকিবুর রহমান জানান, “রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে যাওয়া নকশীকাঁথা ট্রেনটি অবরোধের কারণে ভাঙ্গা জংশনে আটকে রয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে খুলনা ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply