1. admin@muktoakash24.com : shorif : shorif haider
  2. muktoakash24@gmail.com : muktoakash24 :
বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ - মুক্ত আকাশ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
প্রতিশোধ নয়, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অক্টোবরের মধ্যে গনঅভ্যুত্থানে হত্যার চার মামলার রায় জামায়াতের কার্যালয়ে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আ,লীগের ৩০ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ফ্যাসিস্ট সরকার ১৫ বছর চালানো প্রতিটি গুম খুনের বিচার হবে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফিরে পেতে শহীদ মিনারে অবস্থান দেশ স্বাধীন হওয়ার পর গোপালগঞ্জে জামায়াতের প্রথম রাজনৈতিক কর্মসূচি পালন গনঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের একজন করে চাকরি পাবে যুদ্ধবিরতি চুক্তি না মানায় জিম্মিদের মুক্তি স্থগিত করলো হামাস যোদ্ধারা বগুড়ায় উপর্যুপরি ছুরিকাঘাতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩১ Time View

ডেস্ক রিপোর্ট: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করারও আদেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেন গেল  বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত যে আদেশ দিয়েছিল, তা বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে রিসিভার নিয়োগ ও সম্পদ জব্দে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়ার বিষয়ে আগামী রবিবার ব্যবস্থা নেয়া হতে পারে বলে দুদকের আইনজীবী জানিয়েছেন।

গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। ওইদিন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, আদালত বেনজীর আহমেদের ব্যাংক হিসাব ফ্রিজ এবং গোপালগঞ্জের জমির ৮৩টি দলিল ক্রোকের নির্দেশ দিয়েছে। অর্থাৎ এই সময়ে টাকা পয়সা ও জমি হস্তান্তর করা যাবে না।

এরপর শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি পড়ে যাওয়ায় কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা প্রশ্ন করা হলে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, “এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তার স্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব জব্দের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হবে। রিসিভার নিয়োগের বিষয়ে আদালতে আবেদন করা হবে। এসব পদক্ষেপ রবিবার নেয়া হতে পারে বলে তিনি উল্লেখ করলেও তা নিশ্চিত করতে পারেননি।

এর আগে বেনজীরের সম্পদের অনুসন্ধানে একটি কমিটি করার কথা গত ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। সেদিন তিনি বলেছিলেন, গণমাধ্যমে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের যেসব অভিযোগ এসেছে, সেগুলোর বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এরপর ২৩ এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজীর আহমেদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতির বিষয়টি হলফনামা আকারে দুই মাস পর জানাতে দুদককে নির্দেশ দেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই সময় র‌্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। যার মধ্যে বেনজীর আহমেদের নামও ছিল।

পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদটি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: CloudVai-ক্লাউড ভাই