ডেস্ক রিপোর্ট: সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (৮ সেপ্টেম্বর) সোমবার রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ইস্কাটনের একটি ভবন থেকে সাবেক সচিবকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে মঞ্চ-৭১ এর সঙ্গে ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রাজধানাীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক সচিব শহীদ খানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে, গোয়েন্দা পুলিশে প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়।
পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন।
Leave a Reply